ওড়িশায় বাড়ছে স্ক্রাব টাইফাসের দাপট! আরো বাড়লো আক্রান্তের সংখ্যা

বাংলায় ডেঙ্গু, কেরলে নিপা ভাইরাসের পাশাপাশি ওড়িশায় দাপট বাড়ছে স্ক্রাব টাইফাসের। আরো বাড়ল আক্রান্তের সংখ্যা। ৪-৫ দি জ্বর থাকলেই রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

author-image
Pallabi Sanyal
New Update
োেোৈ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কেরলে আতঙ্ক নিপা ভাইরাস। আর ওড়িশায় দাপট বাড়ছে স্ক্রাব টাইফাসের। নতুন ১১টি পজিটিভ কেস। মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৮০টি।রবিবার ওড়িশার সুন্দরগড় জেলায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, ৫৯টি নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১টি রিপোর্ট পজিটিভ এসেছে।১৮০ জন সংক্রামিত ব্যক্তির মধ্যে, ১০ জন রোগী ওড়িশার বাইরের এবং ৯ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে।রৌরকেলা সরকারি হাসপাতাল এবং সুন্দরগড় জেলা স্বাস্থ্য কেন্দ্রে স্ক্রাব টাইফাসের পরীক্ষা করা হচ্ছে।স্বাস্থ্য বিভাগ এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মী (আশা) এবং সহায়ক নার্স এবং মিডওয়াইফ স্বেচ্ছাসেবকদের মোতায়েন করছে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।