ডেঙ্গুর সঙ্গে দোসর এই সংক্রমণ, প্রাণ গেল ৮ জনের

বেশ কয়েকটি জেলায় স্ক্রাব টাইফাস সংক্রমণের খবর পাওয়া গেছে এবং রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে মানুষকে পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
scrub.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গু (Dengue), ম্যালেরিয়া (Malaria)-র আতঙ্কের মাঝেই এবার ভয় ধরাচ্ছে আরও এক সংক্রমণ। আর সেই সংক্রমণের নাম হল স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। আজ শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে স্ক্রাব টাইফাস সংক্রমণের বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা নিরঞ্জন মিশ্র বলেন, "এই বছর সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত বছর প্রায় ১৫০০ কেস ধরা পড়েছিল, কিন্তু বছর তা বেড়েছে, মূলত টেস্টিং বেড়ে যাওয়ায়।"  রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, "স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ওড়িশায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সংক্রামিত চিগারের কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রাব টাইফাস সংক্রমণে ওড়িশায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।" 

দেখুন...