নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশের কিন্নর জেলার ডেপুটি কমিশনার রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন। কিন্নরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত জেলার সাংলা ও নিচার মহকুমায় স্কুল বন্ধ থাকবে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত কিন্নর জেলার সাব-ডিভিশন নিচার এবং তহসিল সাংলার সমস্ত সরকারি/বেসরকারি স্কুল, প্রাক-বিদ্যালয়, অঙ্গনওয়ারি বন্ধ থাকবে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, "সংশ্লিষ্ট সাব-ডিভিশন ম্যাজিস্ট্রেট মহকুমায় বৃষ্টিপাতের অবস্থা পর্যালোচনা করবেন এবং সেই অনুযায়ী আদেশটি সংশোধন করতে পারেন।"