নিজস্ব সংবাদদাতা:একদিকে, আগামীকাল থেকে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে স্কুল খুলতে চলেছে আর অন্যদিকে গাজিয়াবাদে, শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে জেলা প্রশাসন 18 জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। গাজিয়াবাদে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে 1 থেকে 8 পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল 18 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। প্রচণ্ড শীতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন যাতে শিশুরা ঠান্ডা থেকে রক্ষা পায়।
এর আগে, গাজিয়াবাদ এবং নয়ডায় 14 জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।