নিজস্ব সংবাদদাতা: দিল্লির পুষ্প বিহার এলাকায় অবস্থিত অ্যামিটি স্কুল বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়ে একটি ইমেল পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
Amity School located in the Pushp Vihar area of Delhi receives bomb threat email, investigation underway, say Delhi Police.