নিজস্ব সংবাদদাতাঃ ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে ইউএপিএ মামলায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র ও সমাজকর্মী উমর খালিদের জামিনের আবেদনে দিল্লি পুলিশের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ দিল্লি পুলিশকে নোটিশ জারি করে ছয় সপ্তাহ পরে বিষয়টি আরও বিবেচনার জন্য নির্ধারণ করেছে।
২০২২ সালের অক্টোবরে দিল্লি হাইকোর্টের দেওয়া জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন খালিদ। ২০২০ সালের সেপ্টেম্বরে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া খালিদ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। দিল্লি পুলিশ খালিদের জামিনের আবেদনের বিরোধিতা করেছিল।