নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলে পাথর ছোঁড়ার ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পুলিশ এই ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে এবং সাতটি এফআইআর নথিভুক্ত করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জিয়া-উর-রহমান বারক, স্থানীয় সমাজবাদী পার্টির বিধায়ক ইকবাল মেহমুদের ছেলে সোহেল ইকবাল রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের সম্বলের ঘটনায় শুনানি হতে পারে। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে একটি বেঞ্চ আগামীকাল এই আবেদনের শুনানি করবে বলে জানা হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের সম্বল কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। জেলা আদালতে অভিযোগ উঠেছিল, মুঘলরা একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে উপাসনার স্থানটি তৈরি করেছিল । তারপরেই জেলা আদালত মসজিদটি সমীক্ষার নির্দেশ দেয়।