Teesta Setalvad: অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়কে দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট।

author-image
Aniruddha Chakraborty
New Update
hh

নিজস্ব সংবাদদাতাঃ ২০০২ সালের গোধরা-পরবর্তী দাঙ্গার সঙ্গে যুক্ত একটি মামলায় সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়কে গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই।

বিচারপতি বি আর গভাই, বিচারপতি এ এস বোপান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ গুজরাট হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সেতালওয়াড়ের আবেদনের ভিত্তিতে গুজরাট সরকারকে নোটিশ জারি করেছে।

শুনানির শুরুতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে বলেন, 'নথি অনুবাদ করার জন্য তাঁর সময় প্রয়োজন। বেঞ্চ তার অনুরোধে সম্মত হয় এবং বিষয়টি ১৯ জুলাই শুনানির জন্য নির্ধারণ করে।'

সুপ্রিম কোর্ট সেতালওয়াড়ের আবেদনে গুজরাট সরকারকে নোটিশ জারি করেছে এবং পক্ষগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে এই মামলায় নথি জমা দিতে বলেছে।