নিজস্ব সংবাদদাতা: মধ্যরাতে বন্ধ হবে স্টেট ব্যাঙ্কের পরিষেবা। SBI-এর ইন্টারনেট ব্যাঙ্কিং এবং অ্যাপের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার মধ্যরাতে প্রায় এক ঘণ্টা এই পরিষেবা স্তব্ধ থাকার কথা ঘোষণা করে দিয়েছে ব্যাঙ্ক।
দেশের কোটি কোটি মানুষ ভরসা রাখে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উপর। গোটা দেশের সব প্রান্তেই পাবেন এই ব্যাঙ্কের শাখা। শাখার মাধ্যমে পরিষেবা দেওয়ার পাশাপাশি অনলাইন, নেট ব্যাঙ্কিং এবং অ্যাপের মাধ্যমেও নিরন্তর পরিষেবা দিয়ে চলেছে স্টেট ব্যাঙ্ক। এসবিআই-এর তরফে জানানো হয় যে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে।