নিজস্ব সংবাদদাতা: এসবিআই থেকে যাঁরা ঋণ নিয়েছেন কিংবা ঋণ নেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য বড় খবর। এসবিআই তাদের ঋণের হারের প্রান্তিক খরচ অর্থাৎ MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। এসবিআই-এর ওয়েবসাইট অনুসারে, নতুন হারগুলি ১৫ জুলাই ২০২৪ অর্থাৎ সোমবার থেকে কার্যকর করে দেওয়া হচ্ছে।
গৃহ ঋণ কিংবা গাড়ির জন্য নেওয়া ঋণ MCLR-এর সঙ্গে জড়িয়ে আছে। ফলে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদের ইএমআই বেড়ে যাবে। যদি কেউ একবছরের MCLR রেটে হোম লোন নিয়ে থাকেন এবং রিসেট সময়কাল কাছাকাছি হয়, তাহলে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বেড়ে যাবে।