এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? ইএমআই বেড়ে যাচ্ছে জানেন তো?

এসবিআই গ্রাহকদের জন্য খারাপ খবর।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: এসবিআই থেকে যাঁরা ঋণ নিয়েছেন কিংবা ঋণ নেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য বড় খবর। এসবিআই তাদের ঋণের হারের প্রান্তিক খরচ অর্থাৎ MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। এসবিআই-এর ওয়েবসাইট অনুসারে, নতুন হারগুলি ১৫ জুলাই ২০২৪ অর্থাৎ সোমবার থেকে কার্যকর করে দেওয়া হচ্ছে।

SBI to open 300 branches across country this year - The Economic Times

গৃহ ঋণ কিংবা গাড়ির জন্য নেওয়া ঋণ MCLR-এর সঙ্গে জড়িয়ে আছে। ফলে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদের ইএমআই বেড়ে যাবে। যদি কেউ একবছরের MCLR রেটে হোম লোন নিয়ে থাকেন এবং রিসেট সময়কাল কাছাকাছি হয়, তাহলে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বেড়ে যাবে।

Adddd