নিজস্ব সংবাদদাতা: 'এটা নতুন কিছু নয়। যখনই তারা (কেন্দ্রীয় সরকার) চায়, তারা আমাদের সমন পাঠায়। এখন শুধু আমাদের পরিবার নয়, যারা বিরোধী দলে আছেন তাদের সবাইকেও সমন পাঠাচ্ছে', জমির বদলে চাকরি মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে ইডি সমন পাঠানোয় এই মন্তব্য করেন তাঁর কন্যা এবং আরজেডি নেত্রী মিসা ভারতী।
/anm-bengali/media/media_files/fkjKcRwCXKLdi7QuHXTw.jpeg)
/anm-bengali/media/media_files/hTOkVrHTHlVK0FPPXvoz.jpeg)
/anm-bengali/media/media_files/CaiLsQeC7ElyRVY9G3ev.jpeg)