বাম্পার অফার! বাড়ি বসেই প্রতি মাসে হাতে পান ২০ হাজার টাকা

বাড়ি বসেই প্রতি মাসে ২০ হাজার টাকা পেতে পারেন আপনি। ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
moneyMP

নিজস্ব সংবাদদাতা: দেশের অধিকাংশ মানুষ বেসরকারি ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত হওয়ায় অবসর নেওয়ার পর অনেকেরই পেনশনের সৌভাগ্য থাকে না। তবে সংসার চালাতে ইন্ডিয়া পোস্ট একাধিক সেভিংস স্কিম খুলেছে।সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে না জেনে থাকলে এখনই এটা পড়ে ফেলুন। 

Post Office Small Saving Scheme: Invest Only Rs 1,411 Per Month And Receive  Rs 35 Lakh After Maturity | Details Here

বিনিয়োগ করলে পাবেন ৮% এরও বেশি সুদ। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ পেয়ে যাবেন। সরকার ২০২৪-এর ১ জানুয়ারি থেকে আবার এর সুদ বাড়িয়ে ৮.২% করেছে। মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত সুদ পাবেন। নূন্যতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বোচ্চ ৩০ লক্ষ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনি এই স্কিমে। ৬০ বছর বা তার ঊর্ধ্বে এই স্কিমে বিনিয়োগ স্ত্রীয়ের সাথে যৌথভাবেও করা যেতে পারে। স্কিমের মেয়াদ ৫ বছর। 

money (1)n

Add 1