নিজস্ব সংবাদদাতা: লোকসভা অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার, অধিবেশন থেকে বেরনোর সময় আচমকা প্রবল ঘামতে শুরু করেন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির আরএমএল হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সোমবার সংসদে উপস্থিত ছিলেন সৌগত রায়। তাঁর কোমরে চোট থাকায় ব্যথা অনুভব করছিলেন, বিশেষ করে কোমরের বেল্ট না পরায় সমস্যা আরও বেড়ে যায়। বিকেলের দিকে অতিরিক্ত ঘামতে শুরু করায় সংসদের অ্যানেক্স ভবনে নিয়ে গিয়ে তাঁকে চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। এরপর দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রের খবর, কার্ডিওলজিস্টরা সৌগত রায়কে পর্যবেক্ষণে রেখেছেন। ইতিমধ্যেই তাঁর ইসিজি রিপোর্ট স্বাভাবিক এসেছে, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। চিকিৎসকরা সর্বক্ষণ নজরদারি চালাচ্ছেন। হাসপাতালে বর্তমানে তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, প্রতিমা মণ্ডল ও আবু তাহের।
/anm-bengali/media/media_files/ZVuzWb3PnZqDMVyPAAvN.jpg)
সোমবার বাজেট অধিবেশনের ‘জিরো আওয়ার’-এ ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সরব হয় তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিষয়ে আওয়াজ তোলেন, পরে সৌগত রায়ও তাতে সমর্থন জানান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বক্তব্য রাখতে থাকেন। এই ইস্যুতে সংসদে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়।
বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তিনি হাসপাতালে থাকবেন।