নিজের হাতে খাইয়েছিলেন ভগৎ সিংকে...

লাহোরের জেলেই উড়িয়েছিলেন তেরঙ্গা পতাকা। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
v lj,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। তৎকালীন সময়ে বিনা যৌতুক দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সত্যবতী দেবী। কোনওদিন মুখ ঢাকেননি পর্দার আড়ালে। পাঞ্জাবের তারান জেলার একটি হিন্দু পরিবারে জন্ম তার। বিজ্জি বা মাতাজি নামেই পরিচিত ছিলেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ১৯৪২ সালের ২৬ আগস্ট তাকে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছিল। তাতেও দমে যাননি তিনি।

c vk,bjl

 লাহোর জেলে ব্রিটিশ পুলিশের মাঝেই তেরঙ্গা পতাকা উড়িয়েছিলেন সত্যবতী দেবী। তার স্বামী লালা অচিন্ত রামকে সকলে 'পাঞ্জাবের গান্ধী' নামেই চিনতো। তার হাত ধরেই ভিনোভা বাভের 'ভূদান' আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি।

Death anniversary of Bhagat Singh: A revolutionary icon's enduring legacy

শুধু তাই নয়, নিজের হাতে খাইয়েও দিয়েছিলেন ভগৎ সিংকে। তার মৃত্যুর এক বছর আগে, অর্থাৎ ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল সত্যবতী দেবীকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছিলেন। এই মহিয়সী নারী ২০১০ সালের ২৬ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।