নিজস্ব সংবাদদাতা: দিল্লি নির্বাচনের এক্সিট পোল নিয়ে, মালব্য নগর বিধানসভার বিজেপি প্রার্থী, সতীশ উপাধ্যায় এদিন বলেন, “'ঝাড়ু কে তিনকে বিখর গয়ে হ্যায় অর কমল খিল রাহা হ্যায়'। বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে। যদি আপের ইতিহাসের দিকে তাকান, তাদের কার্যপদ্ধতি হল দোষারোপ এবং মিথ্যা বলা”।
/anm-bengali/media/media_files/2024/11/23/YlIKUFvlWJyZIqw8GuIV.webp)