নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস দলের বর্তমান সাংসদ এবং প্রার্থী শশী থারুর কেরালার তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বুধবার। তিরুবনন্তপুরম থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে প্রার্থী করেছে বিজেপি। তাই এখানে কংগ্রেসের সাথে বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা এক কথায় স্পষ্ট।
/anm-bengali/media/media_files/GzzVsb88X0JzxObsaDfy.jpg)
/anm-bengali/media/media_files/SZ6rDr8SVVaoh2hcSD47.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)