নিজস্ব সংবাদদাতা: কৃষকদের 'দিল্লি চলো' (Delhi Chalo) বিদ্রোহের সপক্ষে, কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor) বলেছেন, "রাজধানীতে এসে প্রতিবাদ করা এবং নিজেদের অভিযোগ শোনানো কৃষকদের গণতান্ত্রিক অধিকার। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে এই শহরটিকে যেভাবে সুরক্ষিত করা হয়েছে চীনের বর্ডারও সেভাবে সুরক্ষিত নয়। কৃষকদের পূর্ব আন্দোলন থেকে সরকারের একটি শিক্ষা নেওয়া উচিত ছিল। তাদের উচিত ছিলো স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করা। এর আগেও সরকার আত্মসমর্পণ এবং নিয়ম প্রত্যাহার করার আগে এই আন্দোলন এক বছর ধরে চলেছিল।"