জনগণের রায়ে দেশে নতুন রাষ্ট্রপতি! অভিনন্দন জানালেন শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল;,

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার কলম্বোতে ভারতীয় হাই কমিশন টুইট করে জানিয়েছে, "শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সন্তোষ ঝা শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের নেতৃত্বের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং জনগণের রায় জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।" 

প্রসঙ্গত, এর আগে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, শনিবার শ্রীলঙ্কার ১০তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে। ন্যাশনাল পিপল’স পাওয়ার জোটের প্রার্থী হন অনুরা কুমারা। সেই জোটে রয়েছে তাঁর দল জনতা বিমুক্তি পেরামুনা। গতকাল ভোটের পর গণনা শুরু হয়। প্রথম থেকেই এগিয়ে থাকেন বছর পঞ্চান্নর অনুরা কুমারা। বিদায়ী বিরোধী নেতা সাজিত প্রেমদাসা দ্বিতীয় স্থানে রয়েছেন। আর বিদায়ী প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘে তৃতীয় স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার নির্বাচনী নিয়ম অনুযায়ী, জয়ী প্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হবে। তা না হলে দ্বিতীয় পছন্দের ভোট গণনা হবে। অনুরা সবার আগে থাকলেও ৫০ শতাংশ ভোট পাননি। তাই, দ্বিতীয় পছন্দের ভোট গণনা করা হয়। আর তাতেই বাজিমাত করেন এই বামপন্থী নেতা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে যা প্রথমবার হল।