নিজস্ব সংবাদদাতাঃ বাংলার বকেয়ার দাবিতে দিল্লির বুকে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল (TMC)। গতকাল দফায় দফায় অশান্ত হয়ে ওঠে দিল্লির কৃষি ভবন। ঘন্টার পর ঘন্টা ধরে সেখানে চলে তৃণমূলের বিক্ষোভ। যদিও রাত নটার পর রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কৃষি ভবন। চ্যাংদোলা, পাঁজাকোলা করে তৃণমূলের নেতা, সাংসদদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এই ঘটনা নিয়েই আবারও একবার সরব হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি জানান, ‘অভিষেক আতঙ্কে ভুগছেন মোদী, অমিত শাহ। এজেন্সি পাঠিয়েও কোনও দুর্নীতি প্রমাণ করতে পারছে না কেন্দ্র।‘