সিঁদুরের মূল্য দেখেছে বিশ্ব- বুক ফুলিয়ে বললেন
পাকিস্তানের ত্রাণ চুরি করে পাকিস্তানের ড্যামেজ করবে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায় Please do the needful- মমতা ব্যানার্জিকে বললেন বাংলারই নেতা
পাকিস্তানি পণ্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বে Amazon, Flipkart, জানালো কেন্দ্র
ভারতের প্রত্যাঘাত নিয়ে সর্বদলীয় বৈঠক এখনও হয়নি, ক্ষোভ প্রকাশ কংগ্রেসের
‘ভারতকে এখনও চিনতে পারেনি পাকিস্তান’, ওয়াশিংটন ডিসি থেকে এমনই বলা হল এবার
আর যাওয়া হবে না তুরস্ক, পাকিস্তানকে সমর্থন করায় মাসুল গুণতে হবে ওই দেশকে
ভারতীয় সেনার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল
সুফল বাংলায় নতুন সংযোজন, এবার পছন্দের মাছ পান পছন্দের দামে
লন্ডনে হিন্দু সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হল

তৃতীয় পর্যায়ে কোন কোন সংকল্পের কথা উল্লেখ করলেন শাহ? কী কী রয়েছে তালিকায়?

বর্তমান আপ সরকারকে তীব্র সমালোচনা করেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Amit shah

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রথম ও দ্বিতীয় অংশ প্রকাশ্যে আনার পর সবাই অপেক্ষায় ছিলেন যে বিজেপির তৃতীয় তথা চূড়ান্ত সংকল্প পত্র কবে প্রকাশিত করা হবে। আর আজ সেই তৃতীয় অংশ প্রকাশ করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কার্যত বিজেপির এই সংকল্প পত্রই নজর কেড়েছে মানুষের। ‘বিকাশিত দিল্লি সংকল্প পত্র’ প্রকাশের মাধ্যমে রাজ্যের উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের এই ইশতেহার প্রকাশ করে দিল্লির জন্য বিজেপির রোডম্যাপ তুলে ধরেন আজ এবং একই সাথে বর্তমান আপ সরকারকে তীব্র সমালোচনা করেন তিনি।

y

বিজেপির ইশতেহারের মূল বিষয়গুলি – 

  • রাজধানীতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর জোর দিয়ে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি।
  • ১,৭০০ টিরও বেশি অনুমোদিত কলোনি বৈধ করার পরিকল্পনা।
  • ১,৩০০ সিল করা দোকান পুনরায় চালু করার প্রতিশ্রুতি।
  • পাকিস্তানি শরণার্থীদের তাদের বসবাসের জায়গায় মালিকানার অধিকার দেওয়া।
  • সরকারি স্কুল ও হাসপাতালের মান উন্নত করার প্রতিশ্রুতি।

া

এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যে সংকল্প পত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে নারী নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থানের উপরই জোর দেওয়া হয়েছিল। আর তৃতীয় পর্যায়ে শুধু এই বিষয়গুলি নয়, অমিত শাহ এই বিষয়গুলি তুলে আপকেও একহাত নেন।