নিজস্ব সংবাদদাতাঃ মারাঠা সংরক্ষণ নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ শিবসেনা (ইউবিটি)- র সাংসদ সঞ্জয় রাউত বলেন, "এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় গ্যাংওয়ার চলছে। ওবিসি বনাম মারাঠা চলছে, এভাবেই মন্ত্রিসভায় পুরো পরিবেশের অবনতি হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই। শম্ভুরাজ দেশাই হোক বা ছগন ভুজবল, রাজ্যে এমন পরিস্থিতি কখনও ঘটেনি।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)