Maharashtra : বড় খবর, রাজ্য সরকার অবৈধ!

মহারাষ্ট্রে (Maharashtra) নতুন করে উত্তেজনা (Political Crisis)। শিন্ডে সরকার (Shiv Sena Shinde) আদৌ বৈধ কি না সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। যদিও শিন্ডে সরকারই আপাতত থাকছে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)।

author-image
Pritam Santra
New Update
maharashtra

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে (Maharashtra) নতুন করে উত্তেজনা (Political Crisis)। শিন্ডে সরকার (Shiv Sena Shinde) আদৌ বৈধ কি না সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। যদিও শিন্ডে সরকারই আপাতত থাকছে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। যদিও রাজ্যপালের ভূমিকায় অখুশি বিচারপতি। নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কেও উঠেছে প্রশ্ন। বিচারপতির করা বক্তব্যকেই এবার হাতিয়ার করছে ঠাকরে শিবির। সঞ্জয় রাউত বলেছেন, " সুপ্রিম কোর্ট বলেছে যে শিবসেনা শিন্ডে গ্রুপের হুইপ অবৈধ। বর্তমান সরকার অবৈধ এবং সংবিধান বিরোধী।"