নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "যারা জিজ্ঞাসা করছেন উদ্ধব ঠাকরে জির রাম মন্দির তৈরিতে অবদান কী, আমাদের বলুন আপনাদের অবদান কী? যখন অযোধ্যা আন্দোলন চলছিল,সেই সময় সেখান থেকে এই ব্যক্তিরাই কীভাবে পালিয়ে গিয়েছিল তা সকলের জানা। তাঁদেরই আজ রাম মন্দির তৈরির যোদ্ধা বলে মানুষ বিশ্বাস করেন। সেই সময় বালা সাহেব ঠাকরে বলেছিলেন যে, যদি বিজেপি বলে যে শিব সৈনিকরা এই কাজ করেছে তবে আমি গর্বিত যে শিব সৈনিকরা রাম মন্দিরের জন্য এই কাজ করেছে।"