নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনায় উত্তাল হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে এবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি সহিংসতার বিরুদ্ধে লখনউ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে এবিভিপি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে 'মুর্দাবাদ' স্লোগান তোলা হয়। কুশপুত্তলিকায় আগুন লাগিয়ে বিক্ষোভ করেছে এবিভিপি। সন্দেশখালির নিপীড়িত মহিলাদের ন্যায় চেয়ে বিক্ষোভ দেখানো হয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)