সন্দেশখালি ও ইভিএম- এই মুহূর্তের বড় খবর

সন্দেশখালি ও ইভিএম নিয়ে দেওয়া হল বার্তা।

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: সিবিআই সন্দেশখালি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এবার এই বিষয়ে বিজেপি নেতা এবং পাটনা সাহেব লোকসভা কেন্দ্রের প্রার্থী রবিশঙ্কর প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন, "এতে নতুন কি? সবই এখন জনগণের সামনে আসছে। সন্দেশখালিতে যা ঘটেছে তা কি কিছু গোপন আছে? মমতা রাজ সমস্ত সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে, যেখানে তারা জানে যে সুরক্ষা পাবে।"

এছাড়াও সুপ্রিম কোর্ট ১০০ শতাংশ ইভিএম-ভিভিপিএটি যাচাইকরণের আবেদন খারিজ করার বিষয়েও বার্তা দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, "ইভিএমে তাদের কি সমস্যা? আপনি যখন কর্ণাটক এবং হিমাচল প্রদেশে জিতবেন, তখন ইভিএম ঠিক আছে; পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, তখন ইভিএম ঠিক আছে। তবে, যখন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়ী করে, তখন ইভিএম খারাপ হয়ে যায়।" তিনি এইবার দেশ জুড়ে বিজেপি ও এনডিএ-এর দলগুলির সম্মিলিত ভাবে ৪০০ আসন জয়ের ক্ষেত্রে আশাবাদী।

 

 

Add 1

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . EVM | West Bengal | Mamata Banerjee | Karnataka | Himachal Pradesh | Congress | nreandra modi . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .