স্যান্ড আর্টেও আজ খেলার ঝড়

খেলার উন্মাদনা ধরা পড়ল মুম্বই থেকে ১৪৮০ কিলোমিটার দূরে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1200-675-20026679-thumbnail-16x9-world-cup.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ সেমিফাইনালের প্রথম ম্যাচ। তাও আবার ভারত বনাম নিউজিল্যান্ড। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাছে পৌঁছে গেছে ইন্ডিয়ার ফ্যানেরা। আর সেই উন্মাদনা নিয়েই চিয়ার আপ করছে তারা দলকে।

ওই একই উন্মাদনা কিন্তু ধরা পড়েছে মুম্বই থেকে ১৪৮০ কিলোমিটার দূরেও। সমুদ্রতটেও যেন খেলার মরশুম। স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক তাঁর হস্ত শিল্পের মাধ্যমে ভারতীয় দলকে আজকের হাইভোল্টেজ ম্যাচের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে তাঁর শুভেচ্ছা বার্তাতেও ছিল চমক। স্যান্ড আর্টে ‘টিম ভারত’ বলে সম্বোধন করেন সুর্দশন পট্টনায়েক। যা নিয়ে শুরু হয়েছে নতুন করে তর্জা।

 

hiren