নিজস্ব সংবাদদাতা: সনাতনী ধর্ম নিয়ে স্ট্যালিনের বিতর্কের মন্তব্যের জের গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। আজ ছিল সেই মামলার শুনানি। আর আজ সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন স্ট্যালিন।
এদিন হিন্দু সেনার পক্ষে আইনজীবী, বরুন সিনহা বলেন, "আজ হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত একটি পিআইএল দায়ের করেছিলেন এবং সেই আবেদনে তিনি উদয়নিধি স্ট্যালিন, আসাদুদ্দিন ওয়াইসি, স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে এসআইটি দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আরজেডি নেতা চন্দ্রশেখর এবং বীর বাহাদুর সিং বলছেন যে তারা অযোধ্যায় 'প্রাণ প্রতিষ্টা' অনুষ্ঠান চলাকালীন হিন্দুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তৃতা দিয়েছেন। পিটিশনে এই লোকদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য বলা হয়েছে। সুপ্রিম কোর্ট তাঁদেরকে মামলাতে যুক্ত করারও নির্দেশ দিয়েছে। অশ্বিনী কুমার উপাধ্যায়ের দায়ের করা পিটিশন অনুযায়ীই আজ এমন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির তারিখে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানা যাচ্ছে”।