INDIA...'একমাত্র লক্ষ্য হিন্দুত্ব বিলুপ্ত করা'!

আজ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠক হতে চলেছে শরদ পাওয়ারের বাড়িতে। তার আগে বিজেপি নেতা সম্বিত পাত্র কঠোরভাবে আক্রমণ করলেন বিজেপি বিরোধী জোটকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
meeting india.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, 'আজ শরদ পাওয়ারের বাড়িতে মুম্বাইয়ে হিন্দু বিরোধী সমন্বয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। তারা আসন ভাগাভাগি নিয়েও আলোচনা করবে। কিন্তু সমন্বয়ের আগে অসমন্বয় এবং অসহযোগিতা শুরু হয়েছে। এটা প্রচারণা বা আসন ভাগাভাগির সভা নয়। তাদের একমাত্র লক্ষ্য হিন্দুত্ব বিলুপ্ত করা। সভাও এই একই বিষয়ে। তারা হিন্দু ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা, কুষ্ঠ রোগ এইডস বলেছে। তারা হিন্দু ধর্মকে এই ধরনের রোগের সাথে তুলনা করে। তারা একে বিশ্ব মহামারী বলে অভিহিত করেছে'।