নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের সম্ভলে এইবছর নিষিদ্ধ হয়ে গেল গাজী সৈয়দ সালার মাসুদের স্মরণে পালিত হওয়া নেজা মেলা। বহুবছর ধরেই সম্ভলে এই মেলা পালন করা হয়। কিন্তু এইবছর তা নিষিদ্ধ ঘোষণা করা হল। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিরীষ চন্দ্র জানান, "এই মেলা দীর্ঘদিন ধরেই এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে তথ্যগতভাবে দেখা গেছে যে, এটি সেই ব্যক্তি গাজী সৈয়দ সালার মাসুদের স্মরণে পালিত হয়, যিনি একজন ডাকাত, হত্যাকারী এবং বহু মন্দির, বিশেষ করে সোমনাথ মন্দির ধ্বংসের জন্য বিশেষভাবে পরিচিত।"
/anm-bengali/media/media_files/2025/03/18/DbrSjaPsfcdDvZekKxkJ.jpeg)
তিনি আরও জানান, “এ ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।”