জুম্মা ও হোলি উদযাপনে কোনও সমস্যা নেই! প্রমাণ করল উত্তর প্রদেশ

সম্বলের সিও বলেছেন, হোলি উদযাপন হচ্ছে, শুক্রবারের নামাজও যথা সময়ে হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
anuj choudurry

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলে সিও অনুজ চৌধুরী জুম্মা ও হোলি  নিয়ে মন্তব্য করেছিলেন। যার জেরে সারা দেশে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এদিন তিনি বলেন,  "পুলিশ কর্মীরা তাঁদের  টহল অব্যাহত রেখেছে। কোনও সমস্যা নেই। মানুষ হোলি উদযাপন করছে। শুক্রবারের নামাজও যথারীতি অনুষ্ঠিত হবে।"

preholi