নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলে সিও অনুজ চৌধুরী জুম্মা ও হোলি নিয়ে মন্তব্য করেছিলেন। যার জেরে সারা দেশে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এদিন তিনি বলেন, "পুলিশ কর্মীরা তাঁদের টহল অব্যাহত রেখেছে। কোনও সমস্যা নেই। মানুষ হোলি উদযাপন করছে। শুক্রবারের নামাজও যথারীতি অনুষ্ঠিত হবে।"
/anm-bengali/media/media_files/2025/03/10/7dpJVTCmHAl9qT3Hn9h0.PNG)