সমাজবাদী পার্টি পূর্ণ শক্তিতে জয়লাভ! বলে দেওয়া হল

কি বলা হল?

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: মিলকিপুর উপনির্বাচনে, সমাজবাদী পার্টির সাংসদ, অবধেশ প্রসাদ বড় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সমাজবাদী পার্টি পূর্ণ শক্তিতে জয়লাভ করেছেন।

তিনি বলেছেন, "সমাজবাদী পার্টি পূর্ণ শক্তিতে জয়লাভ করছে এবং জনগণ এই নির্বাচন তাদের হাতে নিয়েছে। জনসাধারণ সমাজবাদী পার্টি এবং অজিত প্রসাদকে জয়ী করে ইতিহাস তৈরি করার জন্য পুরোপুরি তাদের মন তৈরি করেছে। সেই ইতিহাস হবে পরিবর্তনের। সেখানকার প্রিসাইডিং অফিসার, বিজেপির সহসভাপতি ও কাউন্সিলর হয়েছেন বহুবার। আমি সব তথ্য সংগ্রহ করে তথ্য কমিশনে পাঠাব। আমরা হাইকোর্টে এর একটি তালিকাও দেব এবং গণতন্ত্রের পবিত্রতাকে শক্তিশালী ও বজায় রাখতে নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি"।