নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র কর্তৃক সাংসদদের জন্য ২৪% বেতন বৃদ্ধি এবং পেনশন সংশোধনের ঘোষণা প্রসঙ্গে সমাজবাদী পার্টির বিধায়ক রাজীব রাই এর সমালোচনা করলেন। তিনি বলেছেন, "আমি সেই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিয়েছি কারণ আমার বেতন বৃদ্ধির কথা বলা ঠিক মনে হয়নি। তবে, আমাকে জানানো হয়েছে যে ২৪,০০০ টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা আমার মনে হয় খুব বেশি নয়"।
/anm-bengali/media/post_attachments/onecms/images/uploaded-images/2023/04/03/f434a0789b214bf5e1c86e3afa08877a1680507477817275_original-812261.jpg?impolicy=abp_cdn&imwidth=1200)