নিজস্ব সংবাদদাতাঃ কনৌজ লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদব বলেছেন, “আজ অখিলেশ যাদব মনোনয়ন জমা দেবেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন তিনি। এর আগে ওই আসনে (কনৌজ) জিতেছিলেন অখিলেশ যাদব ও ডিম্পল যাদব। আর এবারও জিতবেন অখিলেশ যাদব। তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন।”
দ্বিতীয় দফার ভোট প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম দফার ভোট নিয়ে বিজেপি হতাশ। এখন দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভা ভোট যত এগোবে, ততই ঝুঁকবে ইন্ডিয়া জোটের দিকে।”