সমাজবাদী পার্টিকে তাঁদের জায়গা দেখিয়ে দিলেন বিজেপি নেতা, দিলেন কড়া জবাব

উপহাসের পাল্টা কড়া জবাব দিলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yogi sapa.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার কুম্ভ সফর নিয়ে উপহাস করেছে। এবার সেই উপহাসের পাল্টা কড়া জবাব দিলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

এদিন তিনি বলেন, “আমরা দেখেছি মহাকুম্ভে মন্ত্রিসভার বৈঠক হয়েছে এবং অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু যারা সাইফাইয়ে 'নাচ-গানের' আয়োজন করে জিজ্ঞাসা করে কেন মন্ত্রিসভার বৈঠক মহাকুম্ভে শুরু হয়েছিল? তাহলে তাঁদের জন্যে একটা কথাই বলব। তারা দ্বৈত চরিত্র বহন করছে”।

shezad poonawala aq2.jpg