নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "যারা বুলডোজার দিয়ে অন্যদের ভয় দেখাত, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িঘর ভাঙচুর করত, তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের মানচিত্র অনুমোদন পেয়েছে? কবে পাস হয়েছে বলুন, কাগজপত্র দেখান। যাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তাদের অপমান করার জন্য আপনি ইচ্ছাকৃতভাবে বুলডোজার চালিয়েছিলেন। গতকালই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুলডোজার ব্যবহার করা যাবে না। তাহলে এতদিন যে বুলডোজার অভিযান চলছিল তার জন্য সরকার কি ক্ষমা চাইবে নাকি? হৃদয় ও মনের কথা বলতে গেলে আমি শুধু এটুকু বলতে চাই, বুলডোজারে মস্তিষ্ক থাকে না, স্টিয়ারিং দিয়ে চলে। উত্তরপ্রদেশের মানুষ কারও বুলডোজারের স্টিয়ারিং বদলে দিতে পারে।"