নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে বিশেষ মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা এবং একজন মহিলার যন্ত্রণা বোঝেন। চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন তিনি। সিবিআই বা অন্য কোনও সংস্থাকে দিয়ে বিষয়টি খতিয়ে দেখানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার। কিন্তু এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির লোকদের রাজনীতি করা উচিত নয়। এই ঘটনা থেকে বিজেপির রাজনৈতিক ফায়দা তোলা উচিত নয়।”
#WATCH | Rape-murder incident at Kolkata's RG Kar Medical College and Hospital | Samajwadi Party chief Akhilesh Yadav says, "Mamata Banerjee herself is a woman and understands the pain of a woman. She has taken action as per demand. The government has also decided to get the… pic.twitter.com/jeBK8Hkmz0