নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "আমরা শুরু থেকেই বলে আসছি, সংবিধান বিপন্ন। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জাতপাতের ভিত্তিতে বদলি হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। নারী নির্যাতনের নিরিখে আজ প্রথম স্থানে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচিত ভারতীয় জনতা পার্টির নাম পরিবর্তন করে এটিকে ভারতীয় যোগী পার্টি করা। যখন এতগুলি নাম বদল হয়ে গিয়েছে, তখন মুখ্যমন্ত্রীর উচিত ভারতীয় জনতা পার্টির নামও বদলে ফেলা।"
উল্লেখ্য, এর আগে অখিলেশ যাদব বলেছিলেন, যারা বুলডোজার দিয়ে অন্যদের ভয় দেখাত, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িঘর ভাঙচুর করত, তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের মানচিত্র অনুমোদন পেয়েছে? কবে পাস হয়েছে বলুন, কাগজপত্র দেখান। যাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তাদের অপমান করার জন্য আপনি ইচ্ছাকৃতভাবে বুলডোজার চালিয়েছিলেন। গতকালই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুলডোজার ব্যবহার করা যাবে না। তাহলে এতদিন যে বুলডোজার অভিযান চলছিল তার জন্য সরকার কি ক্ষমা চাইবে নাকি? উত্তরপ্রদেশের মানুষ কারও বুলডোজারের স্টিয়ারিং বদলে দিতে পারে।