নিজস্ব সংবাদদাতা: কৃষক আন্দোলন নিয়ে তীব্র ভাষায় কেন্দ্র সরকারকে আক্রমণ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, "কৃষকদের শুভাকাঙ্ক্ষী চৌধুরী চরণ সিং জি এবং স্বামীনাথন জির প্রতি এটা কেমন শ্রদ্ধা? বিজেপি সরকার একদিকে তাঁদের সম্মান দিচ্ছেন। অন্যদিকে, কৃষকদের আন্দোলনের জন্য নামতে বাধ্য করছে। সত্য হল বিজেপি সরকার তার ত্রুটিগুলি আড়াল করছে। গোটা বিশ্ব বিজেপির দমননীতি দেখছে। বিজেপি দেশে গণতন্ত্রের রাস্তা খুঁড়েছে এবং স্বাধীনতার পথে কাঁটা ফেলছে। গোটা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এখন, বিজেপি সরকারের উপর বিরক্ত হয়ে ১৪০ কোটি জনগণের দেশ একসঙ্গে দাঁড়িয়ে আছে। ঐক্যের আওয়াজে গলবে লোহার পেরেক।"
/anm-bengali/media/media_files/tdtBCfcHoTPo7m7UZWMf.jpeg)
/anm-bengali/media/media_files/vBAW85tAaAt262MpsET2.jpeg)
/anm-bengali/media/media_files/4JeuqkiG6RG25n1LYxVs.jpeg)
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)