নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার বিতর্কিত 'প্রাচ্যের মানুষ দেখতে চীনাদের মতো, দক্ষিণে দেখতে আফ্রিকানদের মতো...' মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সি আর কেশবন বলেন, "কংগ্রেসের কাছে ব্যাখ্যা দিতে হবে। তাদের পদক্ষেপ নিতে হবে এবং স্যাম পিত্রোদাকে বহিষ্কার করতে হবে... কংগ্রেসের হয়ে রাহুল গাঁধীর উচিত জাতির সামনে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়া।"
তিনি আরও বলেন, "কংগ্রেস দলের শকুনি স্যাম পিত্রোদার জঘন্য ও বর্ণবাদী মন্তব্য আজ আমাদের ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যেককে হেয় ও অপমান করেছে। এটি কংগ্রেস নেতৃত্বের ধর্মান্ধ ও বিভাজনমূলক মানসিকতাও খুব স্পষ্টভাবে প্রকাশ করে। এটা কোন ধরনের বিকৃত ও সংকীর্ণ মানসিকতা? এটি কংগ্রেস দলের অসুস্থ এবং বিভাজনমূলক মানসিকতার প্রতিফলন ঘটায়। কংগ্রেসের কাছে ব্যাখ্যা দিতে হবে। প্রথমত, তাদের পদক্ষেপ নিতে হবে এবং স্যাম পিত্রোদাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করতে হবে। কংগ্রেস দলের পক্ষ থেকে রাহুল গাঁধীর উচিত জাতির সামনে এসে কংগ্রেসের এই বর্ণবাদী, ধর্মান্ধ মানসিকতার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া।"