নিজস্ব সংবাদদাতা: সাংসদদের বেতন এবার ১ লাখ থেকে বেড়ে হল ১ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ এক লাফে ২৪০০০ টাকা করে বেতন বেড়ে গেল। এছাড়াও তাদের দৈনিক ভাতা ২০০০ থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হল।
শুধু তাই নয়, বেড়ে গেল পেনশনও। ২৫ হাজারের বদলে এবার ৩১ হাজার টাকা পাবেন সাংসদরা।
/anm-bengali/media/media_files/AdY8c9yF0C2BE7Wd7sGa.jpg)