GOOD NEWS: ১ নভেম্বর থেকে বেতন বাড়ছে!

দীপাবলির আগে সুখবর পাবেন। ১ নভেম্বর থেকে বেতন বাড়ছে এই সংস্থার কর্মীদের। আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত হারে বেতন দেওয়ার সিদ্ধান্ত। এখানে ক্লিক করে জেনে নিন এই নিয়ে লেটেস্ট আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
jpg

নিজস্ব সংবাদদাতা: অবশেষে অপেক্ষার অবসান। দীপাবলির আগেই বেতন বাড়ানো হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের কর্মীদের। সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে যে আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত হারে বেতন পেয়ে যাবেন সংস্থার কর্মীরা। টাউন হল মিটিং চলাকালীন কোম্পানির চিফ এইচআর অফিসার শাজি ম্যাথিউ এই খবর দিলেন। গত কয়েক মাস বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার পর এই পদক্ষেপ নিল এই সংস্থা।

কোম্পানির নিট মুনাফা ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাওয়ার ফলে সমস্ত কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। ২০২৩-এর ১২ অক্টোবর দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলে তাদের নিট লাভ ৩ শতাংশ বেড়ে ৬,২১২ কোটি টাকায় দাঁড়িয়েছে। কনসোলিটেড রেভেনিউ ৭ শতাংশ বেড়ে গিয়ে ৩৮,৯৯৪ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ স্পষ্ট যে বর্তমানে তথ্যপ্রযুক্তি খাত ধীরে ধীরে গতি পাচ্ছে। ইনফোসিসে সিনিয়র ম্যানেজমেন্ট স্তরের নিচের কর্মীদের এপ্রিল মাসে বার্ষিক বেতন বৃদ্ধির চল রয়েছে। কোম্পানির অন্যান্য কর্মীদের বেতন বাড়ানো হয় জুলাই মাসে। চলতি বছর ইনফোসিস শিল্পের প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যবসার অপ্টিমাইজেশনের কারণে বেতন বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেয়। আসলে এপ্রিল মাসে আইটি সেক্টরের কোম্পানিগুলির মূল্যায়ন হয়। এরপরই জুলাই মাসে কর্মচারীদের বেতন আবার বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ইনফোসিস কোম্পানির মূল্যায়ন করতে না পারলেও বাজারের অবস্থার উন্নতি হওয়ায় কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে।

বেতন বৃদ্ধি ছাড়াও কর্মশক্তি হ্রাস এবং ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইনফোসিস। এর পাশাপাশি কোম্পানির কর্মীসংখ্যাও প্রায় তিন-চতুর্থাংশ হ্রাস পেয়ে গেছে। ইনফোসিসের মতো উইপ্রোও আগামী ১ ডিসেম্বর থেকে কর্মীদের বেতন বাড়িয়ে দেবে। উইপ্রো দ্বিতীয় ত্রৈমাসিক থেকে তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত বৃদ্ধি আটকে রাখার পর এই সিদ্ধান্ত নিল।

hiring.jpg