নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালটি কেন্দ্রীয় কর্মীদের (Central Govt) জন্য বড় সুখবর নিয়ে আসছে। মার্চ মাসে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ্য ভাতা (DA) ৪২ শতাংশে পৌঁছে যায়। এবার শোনা যাচ্ছে, আবারও বাড়বে ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা। ২০২৩ সালের জুলাই মাসে পরবর্তী মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর (Central Govt Employee) মূল বেতন ১৮,০০০ টাকা হলে তিনি ৫০% মহার্ঘ্য ভাতার ৯,০০০ টাকা পাবেন। কিন্তু মহার্ঘ্য ভাতা ৫০% হলে এটি মূল বেতনের সাথে যোগ করা হবে এবং আবার মহার্ঘ্য ভাতা শূন্যে নামিয়ে আনা হবে। অর্থাৎ, মূল বেতন ২৭,০০০ টাকা সংশোধন করা হবে।