১৮০০০ টাকা পর্যন্ত বেতন বাড়বে! সরকারি কর্মীদের সোনায় সোহাগা

কত টাকা আসবে তাহলে পকেটে?

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: আপনি কি কেন্দ্রীয় সরকারের কর্মী? তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। এবার কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়াবে সরকার। হ্যাঁ, কর্মীদের ন্যূনতম বেতন ২৬০০০ টাকা বাড়ানোর কথা ভেবেছে। অর্থাৎ, আপনার বেতন ৮০০০ টাকা বৃদ্ধি পাবে।

ফিটমেন্ট ফ্যাক্টর এমন একটি ফ্যাক্টর যার ভিত্তিতে আপনার বেতন নির্ধারণ করা হয়। এই মুহূর্তে এই ফ্যাক্টর ২.৫৭, কিন্তু সরকার এটি ৩.৬৮ করা হবে। এর মানে হল আপনার বেতন অনেক বৃদ্ধি পাবে।

আপনার বেতন কত বাড়বে তা দেখুন এখানে। ধরুন আপনার মূল বেতন ১৮০০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতেই আপনার বেতন প্রায় ৬৬২৪০ টাকা হবে। অর্থাৎ আপনার বেতন প্রায় ১৮০০০ টাকা বৃদ্ধি পাবে।