নিজস্ব সংবাদদাতা: বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন এক বাংলাদেশি। ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশ সূত্রে খবর, হামলায় ধৃত মহম্মদ শরিফুল ইসলাম আদলে বাংলাদেশের নাগরিক। আজ থেকে পাঁচ-ছয় মাসে আগে মুম্বইয়ে এসেছিলেন মহম্মদ শরিফুল ইসলাম। সাত আট মাস আগে তিনি শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন।
তবে ধৃতের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র মেলেনি। খবর মিলছে, খুব সম্ভবত চুরির উদ্দেশ্য
নিয়ে সেফের বাড়িতে চড়াও হন মহম্মদ শরিফুল। তিনি হাউস কিপিং এজেন্সির মাধ্যমে সেফ আলি খানের বাড়িতে আসে আগেই। সইফের ওপর হামলার পর কার্যত পালিয়ে বেড়াচ্ছিল শরিফুল। এমনকি, পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল করেছিল সে। তবে গতকাল মুম্বইয়ের নির্মীয়মাণ আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।