সইফের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের সাথে মিললোই না ফিঙ্গারপ্রিন্ট, বাড়ল রহস্য

শরিফুল শাহাজাদ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে কিছুদিন ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
saif vrtgh

File Picture

নিজস্ব সংবাদদাতা: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে তাঁর ওপর হামলার ঘটনায় এবার এল নতুন মোড়। আঙুলের ছাপ নিয়েই তৈরি হল যত গন্ডগোল। ইতিমধ্যেই বলিউডের নবাবের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। এবার সেই হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপ এর সাথে সইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯টি জায়গার আঙুলের ছাপের কোনও মিল নেই বলেই জানা গেল। মুম্বাই পুলিশ সূত্রে এমনটা তথ্যই প্রকাশ্যে এসেছে।

মুম্বাই পুলিশ অভিনেতার বাড়ি থেকে সংগৃহীত আঙুলের ছাপগুলো রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠিয়েছিল। সিআইডি নিশ্চিত করেছে যে ছাপগুলো অভিযুক্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে মামলার তদন্তে আরও গভীরে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। একই সাথে শরিফুলের উপস্থিতি নিয়েও প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে।   

c

পুলিশ ইতিমধ্যেই সিআইডি থেকে আরও পরীক্ষার জন্য নির্দেশ পেয়েছে এবং নতুন নমুনা পাঠিয়েছে তদন্ত করে দেখার জন্যে।

এদিকে শরিফুল শাহাজাদ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে কিছুদিন ছিল। খুকুমণি জাহাঙ্গির শেখ এক মহিলার নামে তোলা সিম কার্ড ব্যবহার করত সে। এবার এই খুকুমণির খোঁজেই বাংলায় এসেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের একটা টিম আজই কলকাতায় এসেছে খুকুমণির সন্ধানে। একই সাথে শরিফুল বাংলায় যত দিন ছিল, ততদিন সে কি করেছে, সেই বিষয়ও খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

SAIF ATTACKER