'আড়াই ঘণ্টা নষ্ট, আসেনি তৃণমূল নেতৃত্ব', খেলা ঘোরালেন সাধ্বী

এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার রাতে ধুন্ধুমার নয়া দিল্লিতে। কৃষি ভবনের সামনে থেকে আটক করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল নেতা-নেত্রীদের। এদিন কৃষি ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল নেতৃত্বের। কিন্তু, তৃণমূল প্রতিনিধি দলের জন্য তিনি তাঁর দফতরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও, কেউ আসেননি বলে অভিযোগ করলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তাঁদের জন্য অপেক্ষা করে তাঁর আড়াই ঘণ্টা সময় নষ্ট হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজের দফতরে বসে বিভিন্ন নথিপত্র পরীক্ষা করছেন সাধ্বী নিরঞ্জন। তাঁর সামনে বেশ কয়েকটি ফাঁকা চেয়ার রাখা। পিছনে আরও বেশ কিছু আসন রয়েছে। সব চেয়ারগুলো ফাঁকা। ইঙ্গিত স্পষ্ট, ওই ফাঁকা আসনগুলো তৃণমূল প্রতিনিধি দলের জন্য রাখা ছিল। তিনি জানিয়েছেন, বাংলার দাবি জানানো নয়, বরং রাজনীতি করাই ছিল তৃণমূল নেতাদের আসল উদ্দেশ্য।

ভিডিওর সঙ্গে ক্যাপশনে সাধ্বী নিরঞ্জন জ্যোতি লিখেছেন, "মঙ্গলবার আমার আড়াই ঘণ্টা সময় নষ্ট হল। তৃণমূল সাংসদের জন্য অপেক্ষা করে করে আজ আমি সাড়ে আটটা অফিস থেকে বের হলাম। আমি জানতাম, তৃণমূলের সাংসদ ও বাংলার মন্ত্রীদের প্রতিনিধি দল আমার কার্যালয়ে আমার সঙ্গে দেখা করার জন্য এদিন সন্ধ্যা ৬টায় সময় নিয়েছিল। কিন্তু পরে, তারা তৃণমূল কর্মীদের সামনে আমায় ডেকে দেখা করতে চেয়েছিলেন। এটা আমার অফিসের ব্যবস্থার বিরোধী। তারা বৈঠকের নির্ধারিত বিষয় থেকে সরে এসেছে। কারণ তাদের উদ্দেশ্য দাবি পূরণ করা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতি করা। তৃণমূল নেতাদের এই আচরণ অত্যন্ত লজ্জাজনক।"