নিজস্ব সংবাদদাতা: আজও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হল না সংসদে। কেন প্রত্যেক দিন এড়িয়ে যাওয়া হচ্ছে এই বিষয়টি, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। তবে এই সবের মধ্যে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। সঠিক বিচার হোক, এমনটাই চাইছেন তারা। এদিন তার পালটা জবাব দেন বিজেপি সাংসদ।
বিজেপি সাংসদ সাধ্বী নিরঞ্জন জ্যোতি এদিন বলেন, “প্রশ্নোত্তর পর্বে আমাদের বিভাগটি যেভাবে ভাগ করা হয়েছিল - আইন তার নিজস্ব গতিতে চলবে। গণতন্ত্রে প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে কিন্তু নিজের দেশের গোপনীয়তা লঙ্ঘন করা ঠিক নয়। আর সেই কাজই করেছেন তিনি। এবার সংসদ যা সিদ্ধান্ত নেবে, তাই হবে”।
সাধ্বী জ্যোতি, মহুয়া মৈত্রকে নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য
মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: আজও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হল না সংসদে। কেন প্রত্যেক দিন এড়িয়ে যাওয়া হচ্ছে এই বিষয়টি, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। তবে এই সবের মধ্যে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। সঠিক বিচার হোক, এমনটাই চাইছেন তারা। এদিন তার পালটা জবাব দেন বিজেপি সাংসদ।
বিজেপি সাংসদ সাধ্বী নিরঞ্জন জ্যোতি এদিন বলেন, “প্রশ্নোত্তর পর্বে আমাদের বিভাগটি যেভাবে ভাগ করা হয়েছিল - আইন তার নিজস্ব গতিতে চলবে। গণতন্ত্রে প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে কিন্তু নিজের দেশের গোপনীয়তা লঙ্ঘন করা ঠিক নয়। আর সেই কাজই করেছেন তিনি। এবার সংসদ যা সিদ্ধান্ত নেবে, তাই হবে”।