ইতিহাস গড়ার পথে চন্দ্রযান ৩, যাগযজ্ঞ শুরু সাধুদের

ভারত আজ মহাকাশ জগতে ইতিহাস সৃষ্টি করতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) মিশন চন্দ্রযান-৩ আজ সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে নরম অবতরণ করবে।

author-image
SWETA MITRA
New Update
chandra yagga.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সবকিছু ঠিকঠাক থাকলে আজ বুধবারই চাঁদের মাটিতে পা রাখবে ইসরোর তৈরি চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। আজ গোটা ভারতবাসী তথা গোটা বিশ্বের মানুষের নজর রয়েছে ইসরোর ‘মিশন মুন’-এর দিকে। প্রশ্ন থেকেই যাচ্ছে, সফলভাবে অবতরণ করতে পারবে তো চন্দ্রযান ৩? এরই মাঝে আজ উত্তর প্রদেশে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য বারাণসীতে (Varanasi) যাগযজ্ঞ করলেন সাধুরা। দেখুন ভিডিও…