মাছেভাতে বাঙালিদের জন্য দুঃখের খবর ! এবার পাতে দেখা নাও মিলতে পারে ইলিশের

অশান্ত বাংলাদেশ।‌

author-image
Adrita
New Update
ঈরে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। এমন অবস্থায় বাংলাদেশের সাথে সব রকম যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়েছে। যারা ভোজনবিলাসি তাদেরও পাতে এবার নিরাশাই পড়তে চলেছে। 

Diamond Harbour Fish Market | LBB

সূত্র মারফত জানা গিয়েছে যে, রপ্তানিতেও বাধা পড়েছে। যার ফলে তা প্রভাব পড়তে পারে মাছে ভাতে বাঙালির পাতে। জানা গিয়েছে যে, এবার পুজোর আগে বাজারে দেখা নাও মিলতে পারে মাছের রাজা ইলিশের। তাই কার্যত চিন্তায় রয়েছে মাছ বিক্রেতারা। 

Go To These Market For Fresh Illish | LBB, Kolkata

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে চালান এসেছিল প্রায় ৩৩০০ মেট্রিক টন ইলিশ মাছ। এ বছর সেই জোগানের থেকেই হয়তো চালাতে হতে পারে মাছ ব্যবসায়ীদের।  

Explained: Why Hilsa Fish Is So Popular In Bengal

Adddd