নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা শচীন পাইলট এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। ভোট দেওয়ার আগে এদিন পাইলট বলেন, “পুরো দেশ এবং রাজ্যে পরিবর্তনের পরিবেশ রয়েছে এবং আমি যা দেখছি তার ভিত্তিতে আমি মনে করি যে কংগ্রেসের পারফরম্যান্স আগের থেকে অনেক ভালো হবে এবং ইন্ডিয়া জোটও ভালো ফল করবে। ৪ জুন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবী ইন্ডিয়া জোট। ২০০, ৩০০, ৫০০ আসন অতিক্রম করার গ্যারান্টি দেওয়ার কোন মানে হয় না, আমি শুধু বলতে পারি যে রাজস্থানে, আমরা ইন্ডিয়া জোট ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা অতিক্রম করব। বিজেপির চেয়ে বেশি আসন পাব আমরা। আমাদের দেশের ভোটাররা খুব বুদ্ধিমান এবং যেখানে বিজেপি সরাসরি আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট ভালো হবে”।